নিউজবাংলা: ৫জুলাই, রোববার:

ঢাকা: বিজেএমসির বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচের শেষ দিকে জুয়েল রানার গোলে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। এক গোলে পিছিয়ে থেকেও শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিজেএমসিকে হারিয়েছে সাদা-কালো শিবির।

আর এই জয়ে ১২ ম্যাচে মোহামেডানের পয়েন্ট এখন ২৬। শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গে মোহামেডানের পয়েন্ট ব্যবধান মাত্র এক। একদিন আগে জামালের ড্র আর শনিবার মোহামেডানের জয়ের পর লিগ শিরোপার সম্ভাব্য জয়ী দলের হিসাব এখন অনেকটাই এলোমেলো করে দিয়েছে।

শুরু থেকেই বিজেএমসির খেলায় গতি ছিল চোখে পড়ার মতো। গোলের ভাল সুযোগও পেয়েও কাজে লাগাতে পারেনি দলটি। খেলার ৪৪ মিনিটে ডান প্রান্ত থেকে নাবিব নেওয়াজ জীবনের ক্রসে বল পেয়েও বিজেএমসির নাইজেরিয়ান ফরওয়ার্ড এলিটা কিংসলে তা জালে জড়াতে ব্যর্থ হন। এর পর এক মিনিটের ব্যবধানে বক্সের বাইরে থেকে আবারও জোরালো শট নেন কিংসলে। কিন্তু মোহামেডানের গোলরক্ষক আশরাফুল হক রানা সেই বল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলায় দেখা যায় চরম নাটকীয়তা। ৫৮ মিনিটে মোহামেডানের তৌহিদুল আলম সবুজকে বক্সের বাইরে ফাউল করা হয়েছে। সেই ফ্রি কিক থেকে গিনির ফরওয়ার্ড ইসমাইল বাঙ্গুরা শট নিলেও তা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন বিজেএমসির গোলরক্ষক হিমেল।

পরের মিনিটেই পাল্টা আক্রমণে গোল করেছেন এলিটা কিংসলে। মাঝ মাঠে স্যামসন ইলিয়াসুর কাছ থেকে বল পেয়ে সামনের দিকে ডি বক্সের ভিতরে এগিয়ে গেছেন তিনি। বক্সের ভিতরে ডান দিক থেকে কোণাকুনি শটে মোহামেডানের জাল ভেদ করেন বিজেএমসির এই নাইজেরিয়ান ফরওয়ার্ড।

এক গোলে এগিয়ে গিয়েও আক্রমণের ধারা অব্যাহত রাখে বিজেএমসি। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছেন বিজেএমসির জীবন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেন মোহামেডানের গোলরক্ষক রানা।

৭৯ মিনিটে খেলার সমতায় ফেরে মোহামেডান। বামপ্রান্ত থেকে জুয়েল রানার ক্রসে হেডের সাহায্যে গোল করেন বাঙ্গুরা। ৭ মিনিটের ব্যবধানে জয়সূচক গোলটি করেন জুয়েল রানা। মোহামেডানের ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেক ইসাইয়ের কর্নার কিক থেকে মাথা ছুঁয়ে বল জড়ায় বিজেএমসির জালে। ফলে দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচেও পূর্ণ পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে মোহামেডান।

নিউজবাংলা/একে