নিউজবাংলা: ৫জুলাই, রোববার:

রুহুল আমিন,আত্রাই (নওগঁ)প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্সে-রে মেশিনটি পাঁচ মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে।

এক্সে- মেশিন দীর্ঘ দিন যাবৎ বিকল থাকায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে সেই পুরাতন আমলে এক্সে-রে মেশিন দিয়ে চলত রোগীদের সেবা। মাঝে মধ্যে এটি নষ্ট হয়ে গেলে এ পর্যন্ত জোড়াতালি দিয়ে তা চালানো হলেও প্রায় এক বছর যাবৎ একেবারেই বিকল হয়ে রয়েছে। ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক্সে-রে মেশিন বিকল থাকায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক থেকে অনেক বেশি টাকার বিনিময়ে রোগীদের এক্সে-রে করাতে হচ্ছে। এতে করে রোগীদের ব্যয় ও ভোগান্তি বেড়েই চলেছে। সরকারি এক্সে-রে সেবা না পেয়ে কয়েকজন রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ এ সেবাটি দীর্ঘ দিন ধরে অকেজো থাকার পরও কর্তৃক্ষের কোন মাথা ব্যাথা নেই। এটি সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি ছাড়া আর কিছুই না। তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রায় গত ২ বছর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নতুন ও আধুনিক প্রযুক্তির এক্সে-রে মেশিন সরবরাহের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন করেও কোন সাড়া মেলেনি। এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ্ব ডা. আব্দুস সালাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সে-রে মেশিনটি অনেক পুরাতন মডেলের। মাঝে মধ্যেই এটি বিকল হয়ে যায়। তাই নতুন ও আধুনিক এক্সে-রে মেশিন সরবরাহের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অনেক আগে থেকেই আবেদন পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষ বলেছেন বর্তমান মেশিনটি চালানোর অযোগ্য এমন কারিগরি সনদ পেলে ব্যবস্থা নেয়া হবে। সে অনুযায়ী কর্তৃপক্ষের নিকট মেকানিক্স পাঠানোর ও আবেদন করেছি। কিন্তু এখন ও পর্যন্ত কোন সাড়া মেলেনি। এলাকাবসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত এ স্বাস্থ কমপ্লেক্সে একটি আধুনিক এক্সে-রে মেশিন সরবরাহ করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।

নিউজবাংলা/একে