নিউজবাংলা: ৫জুলাই, রোববার:

ঢাকা: সিরিজের প্রথম টি২০ ম্যাচে টাইগারদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নিয়েছে সফরকারী দ.আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। আরাফাত সানির বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২ রান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা ১ টায়।

প্রোটিয়াদের বিপক্ষে স্পিন নির্ভর দল সাজিয়েছে বাংলাদেশ। একাদশে সোহাগ গাজী আছেন। আছেন আরাফাত সানি। ১৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, রুবেল হোসেন ও জুবায়ের হোসেন।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এর আগে ২টি টি২০ ম্যাচ খেলেছে। দু’টিই দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং দু’টিতেই হেরেছিল টাইগাররা। আজ প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টি২০ খেলবে দুই দল। নিজেদের মাটিতে তাই বাংলাদেশের অতীত ইতিহাস বদলানোর সুযোগ আজ।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি২০ ম্যাচটি হয়েছিল ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপে। কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচটি ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। পরের টি-টোয়েন্টি ম্যাচটি হয় জোহানেসবার্গে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সেই ম্যাচটি ১২ রানে হেরেছিল টাইগাররা।

২০০৭ সালের সেই ম্যাচের দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনিই রয়েছেন বর্তমান স্কোয়াডে। আর টাইগারদের দলে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। স্বাগতিকদের আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচটি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

দ.আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।

 

নিউজবাংলা/একে