নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:
ঢাকা : নাসির হোসেনের জোড়া আঘাতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
১৭ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। শুরু থেকেই মারমুখি ব্যাট করেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। উদ্বোধনী জুটিতে তারা ১০.৩ ওভারে ৯৫ রানের জুটি গড়েন। অবশেষে কুইন্টন ডি কককে ব্যক্তিগত ৪৪ রানে ফেরান স্পিনার আরাফাত সানি। দলীয় ১২তম ওভারে নাসির হোসেন দ্বিতীয় ও তৃতীয় বলে জেপি ডুমিনি ও এবি ডি ভিলিয়ার্সকে ফেরান। ডি ভিলিয়ার্স ৩৪ বলে ৪০ রানে ফেরেন।
সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা জিতেছিল ৫২ রানে। বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। স্পিনার সোহাগ গাজীর পরিবর্তে আজ টি-টোয়েন্টি অভিষেক হলো ব্যাটসম্যান রনি তালুকদারের। বাংলাদেশ আটজন ব্যাটসম্যান ও মাত্র তিনজন বোলার নিয়ে আজ মাঠে নেমেছে।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, লিটন দাস, নাসির হোসেন, রনি তালুকদার, মাশরফি বিন মুর্তজা, আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল
কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ফ্যাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, রাইলি রুসো, ডেভিড ওয়াইস, ওয়েইন পারনেল, কাইল অ্যাবট, অ্যারন ফাঙ্গিসো ও এডি লি।