নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:

বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫জনের অবস্থা আসংকাজনক।

 

সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় যানা যায়নি। যাত্রীরা অভিযোগ করে বলেন যে শ্যামলী পরিবহনের চালক ঢাকা থেকেই বেপোরোয়া ভাবে দ্রুত গতিতে চালিয়ে আসছিলেন।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানায়, ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঘটানস্থলে পৌছলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কাঁচামাল ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় গাড়ীর চালকসহ ২৫ জন আহত হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ৫জনের অবস্থা আশংকা জনক।

নিউজবাংলা/একে