রুশ পরমাণু বোমারু বিমানকে তাড়া করছে মার্কিন জঙ্গিবিমান
নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:
ঢাকা : আমেরিকার উপকূলীয় এলাকার কাছাকাছি রাশিয়ার পরমাণু বহনে সক্ষম চার জোড়া বোমারু বিমানের গতিরোধ করার জন্য মার্কিন বিমান বাহিনীকে যুদ্ধ বিমান পাঠাতে হয়েছে। আমেরিকার স্বাধীনতা দিবসে অর্থাৎ ৪ জুলাই এ ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া ও আলাস্কার উপকূলে।
প্রথম ঘটনাটি ঘটেছে আলাস্কা উপকূলের কাছে। রাশিয়ার পরমাণু বোমা বহনে সক্ষম দীর্ঘপাল্লার দুইটি বোমারু বিমান তোপলভ তু-৯৫’এর গতিরোধ করার জন্য আলাস্কার ঘাটি থেকে দু’টি এফ-২২ বিমান পাঠানো হয়। দ্বিতীয় ঘটনায় ক্যালিফোর্নিয়া উপকুলের কাছে অপর দুই জোড়া তু-৯৫ বিমানের গতিরোধ করতে পাঠানো হয় এফ-১৫ যুদ্ধবিমান।
অবশ্য মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, উভয় ক্ষেত্রে রুশ বোমারু বিমানগুলো আমেরিকার আকাশসীমার মধ্যে প্রবেশ করেনি। উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাকে নিজ আকাশসীমা হিসেব গণ্য করে আমেরিকা।
রাশিয়া এবং আমেরিকা মধ্যে এ জাতীয় ঘটনা অনেক সময় ঘটে। অবশ্য মার্কিন বিমান শনাক্তকরণ অঞ্চলের কাছে রুশ বোমারু বিমানের আনাগোনা আগের বছরের তুলনায় ২০১৪ সালে দ্বিগুণ হয়েছে।
নিউজবাংলা/একে