‘অবিবাহিত মা সন্তানের অভিভাবক হতে পারবেন’
নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:
ঢাকা : ভারতে এবার পিতার সম্মতি ছাড়াই অবিবাহিত মায়েরা সন্তানের অভিভাবক হতে পারবেন । সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এ রায় দিয়েছে।
সরকারি চাকরিজীবী এক অবিবাহিত মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে আদালত।
ভারতে আইন অনুযায়ী এতো দিন অবিবাহিত মায়ের সন্তানের অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন উঠলে সন্তানের পিতার কাছে সম্মতি চাইতে হত। এর বিরুদ্ধে মামলা করেছিলেন সরকারি চাকরিজীবী ওই নারী। একই সঙ্গে পিতার পরিচয় গোপন রাখার দাবিও করেন তিনি।
আদালতে তিনি জানিয়েছিলেন, তাঁর সন্তানের পিতার সঙ্গে মাত্র দু’মাস কাটিয়েছিলেন তিনি। তাঁদের বিয়ে তো দূরের কথা, তার পরে তাঁর সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগাযোগ নেই । তা ছাড়া ওই ব্যক্তিও সন্তান জন্মানোর বিষয়ে কিছু জানেন না।
প্রথমে দিল্লির নিম্ম আদালত ও পরে দিল্লি হাইকোর্ট ওই নারীর আবদনের বিরুদ্ধে রায় দেয়। পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এ দিন বিচারপতি বিক্রমজিৎ সেন ওই নারীর পক্ষে রায় দেন।
রায়ে বিচারপতি জানিয়েছেন, নিম্ন আদালত বিষয়টিতে ঠিকমতো দৃষ্টি দেয়নি। নিম্ন আদালতে রায়ের সময়ে শিশুটির কল্যাণের কথাও মাথায় রাখা হয়নি ।
নিউজবাংলা/একে