নিউজবাংলা: ৮জুলাই, বুধবার:

মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে কাপড়ের রঙ ও সেকারিন মিশিয়ে আইসক্রীম তৈরির অপরাধে ফ্যাক্টরি মালিক শাজাহান মিয়াকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও বিএসটিআই অনুমোদনহীন ও অপরিচ্ছন পরিবেশে সেমাই তৈরির অপরাধে কারখানার মালিক মো. মকবুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে ওই দুই মালিককে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ দন্ডাদেশ ও জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত শাজাহান উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী গ্রামের আন্দাজ আলীর ছেলে এবং মকবুল হোসেন জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের মৃত আহম্মদ আলী কেতু মিয়া ছেলে। জানা গেছে, সকালে বিএসটিআই ঢাকা অফিসের পরিদর্শক শহীদুল ইসলাম ও ফিল্ড অফিসার রেবেকা সুলতানার নেতৃতে মির্জাপুর কাঁচা বাজার এলাকায় মো.শাজাহান মিয়া আইক্রীম ফ্যাক্টরিতে এবং উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী বাজারের মদিনা লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজবাংলা/একে