নিউজবাংলা: ১০ জুলাই,শুক্রবার :
ঢাকা : সৌদি আরবের যুবরাজ সৌদ আল-ফয়সাল (৭৫) মৃত্যুবরণ করেছেন। মধ্যরাতের পর সৌদি আরবের সরকার

নিয়ন্ত্রিত গণমাধ্যম তার মৃত্যুর খবর ঘোষণা করে।
প্রাথমিকভাবে, প্রয়াত যুবরাজের মৃত্যুর কারণ জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। দীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্বে দীর্ঘতম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার রেকর্ড ছিল জনপ্রিয় এ রাজনীতিকের।
১৯৭৫ সালে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এ বছরের ২৯শে এপ্রিল স্বাস্থ্য-সমস্যার কারণে অবসর নেন সৌদি আরবের এ যুবরাজ।
মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন সউদ আল-ফয়সাল। সম্প্রতি গত কয়েক বছরে কয়েকবার সউদ আল-ফয়সালের পিঠে অস্ত্রোপচার করা হয়। ফলে, হাঁটার জন্য তিনি ছড়ি ব্যবহার করতেন। অন্যান্য আরও কয়েকটি রোগে ভুগছিলেন তিনি।

নিউজবাংলা/একে