নিউজবাংলা: ৮জুলাই, বুধবার:
ঢাকা : জিম্বাবুয়ের একটি জাতীয় উদ্যানে হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ ২০টি হাতি চীনের কাছে বিক্রি করে দিয়েছে।

প্রায় ৮ লক্ষ ডলার দামে বিক্রি করা হাতিগুলো ইতিমধ্যেই বিমানে করে চীনে পাঠানো হয়েছে।
জিম্বাবুয়ে বলছে, অতিরিক্ত হাতি মেরে ফেলার পরিবর্তে রপ্তানি করাই ভালো। হাতি বিক্রি করে পাওয়া আট লক্ষ ডলার জিম্বাবুয়ের হুয়াংগে জাতীয় উদ্যান চালানোর জন্য খরচ হবে।
তা ছাড়া বাড়তি লাভ হবে এই যে এতে হাতির সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়াও ঠেকানো যাবে।
হাতিগুলো এখন চীনের গুয়াংঝু প্রদেশের একটি সাফারি পার্কে থাকবে।এখানে প্রায় ২০ হাজার দুর্লভ প্রজাতির প্রাণী আছে।
তবে হাতিগুলো যখন ধরা হয় তখন তা ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল।কারণ হাতিগুলোর বয়স মাত্র আড়াই থেকে পাঁচ বছরের মধ্যে – এবং তখনো তারা মায়ের দুধ খাওয়া ছাড়ে নি।
জিম্বাবুয়ের প্রাণী সংরক্ষণ সংক্রান্ত টাস্ক ফোর্স এক বিবৃতি দিয়ে বলা হয়, চীনে পাঠানোর ফলে হাতিগুলোকে ‘এক অমানবিক জীবনযাপনের দন্ড দেয়া হলো’। তারা ‘হাতির সংখ্যা বেড়ে যাচ্ছে’ এমন বক্তব্যেও সন্দেহ প্রকাশ করে।
কিন্তু জিম্বাবুয়ের পরিবেশমন্ত্রী সেভিয়ার কাসুকুয়েরে বলেন, এই হাতি রপ্তানিতে অস্বাভাবিক কিছুই নেই।
বলা হয়, হাতি সংখ্যা বেড়ে যাওয়ায় হুয়াংগে জাতীয় উদ্যানের গাছপালা, এবং আশপাশের লোকজনের ক্ষেত্রের ফসল নষ্ট হচ্ছিল

নিউজবাংলা/একে