নিউজবাংলা: ১২ জুলাই, রোববার :

ঢাকা : সৌদি সরকার বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশ থেকে খুব শিগগিরই বিভিন্ন পেশার ১২ লাখ শ্রমিককে ভিসা দেবে বলে জানা গেছে।

স্থানীয় ৬টি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে গৃহকর্মী, শ্রমিক, গাড়িচালকসহ প্রয়োজনীয় চাহিদানুসারে জনশক্তি আমদানির অনুমতি দেয়ার লক্ষ্যে খুব শিগগিরই প্রক্রিয়া শুরু করবে দেশটির শ্রম মন্ত্রণালয়। শুক্রবার সৌদি গেজেট নামের স্থানীয় একটি গণমাধ্যমে এ সংকান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়।

সৌদি গেজেট জানায়,  বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মরক্কো, তানজানিয়া, উগান্ডা, শ্রীলংকা, ভিয়েতনাম ও মৌরিতানিয়া থেকে এ জনশক্তি নেয়া হবে।

জানা যায়, বর্তমানে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগের জন্য ২০ লাখ আবেদন জমা পড়েছে সৌদির শ্রম মন্ত্রণালয়ে। এর মধ্যে ভারত, বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীংলকা ও ভিয়েতনামের আবেদনকারির সংখ্যা বেশি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ছয়টি রিক্রুটিমেন্ট এজেন্সির স্পন্সরশিপের মাধ্যমে জনশক্তি নিয়োগ দিবে এবং তারা শ্রমিকের মেডিকেল ইনসুরেন্সের খরচ বহন করবে।

রিক্রুটমেন্ট এজেন্সিগুলো বাৎসরিক ২৪ হাজার সৌদি রিয়ালের বিনিময়ে দেশটিতে শ্রমিক সরবরাহ করবে। প্রথম বছরের পর বাৎসরিক চুক্তির টাকার পরিমান কমবে।

সৌদি শ্রম মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের পরিচালক তায়ছির আল মুফাররিজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ হয়নি। আগামী দুই মাসের মধ্যে নেপালের সঙ্গে শ্রমিক আমদানির ব্যাপারেও চুক্তি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

নিউজবাংলা/একে