নিউজবাংলা: ১২ জুলাই, রোববার :

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ শতাধিক কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এসব উদ্ধার করা হয়।

শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, ভিয়েতনামে পাচারের উদ্দেশে আনা কচ্ছপগুলো বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি।

পরে বিমানবন্দরের ৩ নং গেট এলাকায় স্ক্যানিংয়ে ধরা পড়লে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। এখন কচ্ছপের পরিমাণ জানতে গণনা চলছে। তবে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এর আগে মাত্র এক সপ্তাহ আগে, গত ৬ জুলাই রোববার রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সপোর্ট ভিলেজে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে নিয়ে আসা প্রায় তিন হাজার কচ্ছপ উদ্ধার করে কাস্টমস হাউজ।

 

নিউজবাংলা/একে