নিউজবাংলা: ১৪ জুলাই, মঙ্গলবার :
রংপুর: নীলফামারী ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা.

 

ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দূবৃর্ত্তরা। এ ঘটনায় ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী পাইসাফেলা গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের মৃত পরম আলীর পুত্র মুক্তিযোদ্ধা নজরুল, বুলবুলগণের সাথে মৃত মজির উদ্দিনের পুত্র জাহাঙ্গীর বুলু ও জাকির দুলুর দির্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ১২ জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় ক্ষেতের পাট কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের হাতাহাতি ও মারামারী হয়। সেই সুযোগে জাহাঙ্গীর বুলু ও দুলুর দলবল মিলে তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী সাথে নিয়ে লাঠি, ছোরা, লোহার রড সহ দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে নজরুলের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায়। অতর্কিত ভাবে দূবৃর্ত্তরা মারপিট করে বাড়ীর জিনিষ পত্র লুট করে এবং শেষে নজরুলের বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। এতে করে তাদের ৫টি ঘড় দেকান সহ অনেক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রতি পক্ষের আঘাতে রবিউল, আতিউর ও আবুল হোসেন নামে ৩জন গুরুত্বর আহত হয়। এদের মধ্যে ২জনের অবস্থায় আশংখ্যা। পরে তাদের চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। নজরুলের স্ত্রী মুন্নু বেগম জানান, শশুরের দেয়া জমি দির্ঘদিন ধরে তারা জোর পূর্বক ভোগ দখল করে আসছে।তা নিয়ে প্রায় ঝগড়া বিবাদ হয়, আজ বাড়ীতে আগুন দেয়ায় রাত্রে ঘুমাবার আশ্রয়টুকু কেরে নিলো তারা। এমন নিষ্ঠুরতার বিচারের জোর দাবী জানান মুক্তিযোদ্ধা নজরুলের পরিবার।

নিউজবাংলা/একে