৯ম দিনে চলছে বাংলাদেশ-ভারত ছিটমহল জনগণনা
নিউজবাংলা: ১৪ জুলাই, মঙ্গলবার :
ঢাকা : নবম দিনের মতো জনগণনা চলছে বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলে। ভারত- বাংলাদেশ যৌথ
প্রতিনিধিদের উপস্থিতিতে সকাল থেকে সরকারিভাবে গণনা কার্যক্রম শুরু হয়। এ গণনা কাজ চলবে ১৬ জুলাই পর্যন্ত।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুই দেশের যৌথ গণনাকারী দল ছিটমহলে জনসংখ্যা গণনার পাশাপাশি সেখানকার বাসিন্দারা কোনো দেশে থাকতে চান তা জেনে নিয়ে দেশ বদলের তালিকা তৈরি করছেন। এতে প্রত্যেকের জমির পরিমাণসহ কতজন এসব ছিটমহল থেকে ভারতে যেতে চান বা বাংলাদেশে থাকতে চান তা জানা যাবে।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলে ৮৫ জন গণনাকারী ও ২০ জন সুপারভাইজার এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৯ জন গণনাকারী জনগণনার কাজ করছেন।
আগামী ২০ জুলাই জনগণনার চুড়ান্ত তালিকা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজবাংলা/একে