নিউজবাংলা: ১৫ জুলাই, বুধবার :
ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে ইরানকে কখনোই পরমাণু অস্ত্র বানাতে দেবেন না বলে মন্তব্য করেছেন হিলারি ক্লিনটন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। বুধবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হিলারি দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এএফপিকে হিলারি বলেন, তিনি প্রেসিডেন্ট হলে ইরানকে বাগে আনতে মার্কিন অস্ত্র ভান্ডারের সকল অস্ত্র ব্যবহার করবেন।

তিনি বলেন, ইরানের জন্য এটা জোরালো আর পরিষ্কার বার্তা যে, তাদেরকে একটিও পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। এবং তা কেবল এ চুক্তির মেয়াদে নয় বরং কখনই না।’

ইরানের সঙ্গে করা চুক্তির কারণে দেশটি আরো মসৃনভাবে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ পাবে এ ধরনের সমালোচনার প্রেক্ষিতে হিলারি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, চুক্তির পরিকল্পনা এখনো খতিয়ে দেখার সময় হয়নি। তবে তিনি চুক্তির বিষয়টিকে সমর্থন করেন।

প্রসঙ্গত, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার দীর্ঘ আলোচনার পর ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তিতে পৌঁছায়।

নিউজবাংলা/একে