Breaking News

সাস্তাহারে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু: শনিবার আখেরি মোনাজাত

নিউজবাংলা: ২৪ ডিসেম্বর, বৃহঃবার:

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গতকাল শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক বিশ্ব ইজতেমা।

বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে তাবলিগ জামায়াতের তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়েছে। আখেরি মোনাজাতের মাধ্যমে ২৬ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় ইজতেমা শেষ হবে। ঢাকার কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় নওগাঁ জেলার উদ্যোগে সান্তাহার-ঢাকা রোড নামক স্থানের সামনে বিশাল ময়দানে আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা প্রাঙ্গনে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার থেকেই আইনশৃংখলা বাহিনীর সদস্য ও ২৫০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন। বুহস্পতিবার থেকে ইজতেমা শুরু হলেও বুধবার মুসল্লিরা বিভিন্ন যানবাহনে ইজতেমা প্রাঙ্গনে আসতে শুরু করেছেন। জানা গেছে, টঙ্গীয় বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এই আঞ্চলিক বিশ্ব ইজতেমার প্রথম দিনে নওগাঁ জেলার ১১ টি উপজেলা, জয়পুরহাট ও বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন উপজেলার লাগো ধর্মপ্রাণ মুসল্লিরাসহ সৌদি আরব, ফিলিপাইন, মরোক্ক, নেবালন, জর্জাদসহ ৮-১০টি দেশের মুসল্লিরা­ অংশ গ্রহন করবেন।ইজতেমা আয়োজক কমিটির সদস্য মতিউর রহমান জানান,ইজতেমায় তিন দিনব্যাপী আল্লাহর ইবাদত -বন্দেগি ও নবী রাসুলের তরিকাসহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামরা কোরআন ও হাদিসেন আলোকে বয়ান পেশ করবেন। এছাড়াও মুসল্লিদের জন্য ইজতেমা প্রাঙ্গনের পশ্চিম পার্শ্বে ২০০টি ল্যাট্রিন, ৫টি পানির পাম্ব স্থাপন করা হয়েছে। রাস্তার পশ্চিম পার্শ্বে মুসল্লিদের জন্য বাজার বসানো হয়েছে। আগামী শনিবার বেলা ১১ টায় মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। বুধবার সকাল থেকে নওগাঁ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইজতেমা মাঠ প্রাঙ্গনে পুলিশ মোতায়েন করেছেন।#

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: কলাপাড়ায় প্রতিবন্ধী বেলালের শিক্ষা সহায়তায় এগিয়ে আসল উপজেলা পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*