কেমিকো ফার্মাসিউটিক্যালস ও ট্রমালিংকের মধ্যে বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

নিউজবাংলা: ২৪ ডিসেম্বর, বৃহঃবার:

ঢাকা: ট্রমালিংক বাংলাদেশ লিমিটেড এবং কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে  ২৪শে ডিসেম্বর, ২০১৫ তারিখে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে কেমিকো ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর এম এন কে আসওয়াদ, কর্পোরেট এডভাইজার মেহনাজ যারীন মেহজাবিন, ট্রমালিংকের ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশন্স বিধান চন্দ্র পাল সহ উভয় প্রতিষ্ঠানের সংস্লিষ্ট প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেমিকো ফার্মাসিউটিক্যালসের কর্পোরেট হেড অফিস সেগুন বাগিচার এ চুক্তি স্বাক্ষরিত হয়। কেমিকো ফার্মার ডিরেক্টর এম এন কে আসওয়াদ এবং ট্রমালিংকের ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশন্স বিধান চন্দ্র পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে কেমিকো ফার্মাসিউটিক্যালস ট্রমালিংককে ১০০ টি রিফ্লেক্টিভ ভেস্ট এবং ১০০০ টি টি-শার্ট প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলো। উল্লেখ্য, ট্রমালিংক প্রযুক্তিসংযোগে স্বেচ্ছাসেবাভিত্তিক সড়ক দূর্ঘটনাকালীন জরুরী চিকিৎসাসেবা সহায়তাদানকারী সমন্বিত কর্মসূচী। ২০১৪ সালের ২৩ নভেম্বর থেকে বাংলাদেশে ট্রমালিংকের কার্যক্রম শুরু হয়। কুমিল্লার দাউদকান্দিতে ২০ কিলোমিটার এলাকায় ট্রমালিংক কাজ করছে এবং এক বছরের কিছু বেশী সময়ে ১৭২ টি সড়ক দুর্ঘটনায় ২৮০ জন আক্রান্ত ব্যাক্তিকে সেবা প্রদান করেছে। কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের অন্যতম একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানী। কোম্পানীটি ২৫ বছর ধরে উচ্চমানের এলোপ্যাথিক, হারবাল এবং পশুস্বাস্থ্য সংক্রান্ত পন্য উৎপাদন করে সারাদেশে সরবরাহ করে আসছে।

নিউজবাংলা/প্রেস বিজ্ঞপ্তি/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*