নিউজবাংলা: ১৬ জুলাই, বৃহস্পতিবার :

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০০ গ্রাম স্বর্ণসহ  এক ব্যক্তিকে আটক করেছে বিমান বন্দর শুল্ক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ওমর ফারুক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। শাহজালাল বিমান বন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৮৭ যোগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন ফারুক। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার গতিবিধি সন্দেহ হয়। এসময় তার সাথে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে ৪শ’গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এর আগে একই দিন সকাল সোয়া ৭টার দিকে ৪৬০ গ্রাম স্বর্ণসহ আলাল উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে শুল্ক কর্তৃপক্ষ।

 

নিউজবাংলা/একে