খরা সহিষ্ণু ধানের মাঠ দিবস
নিউজবাংলা: ১৯ জুলাই, রবিবার :
ঠাকুরগাঁও সদরের আকচা গ্রামে বৃহস্পতিবার খরা সহিষ্ণু বৃষ্টি নির্ভর ও উচ্চ ফলনশীল নেরিকা জাতের ধান চাষ বিষয়ক কর্তন
ও মাঠ দিবস উদযাপিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কমল কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ভুপেশ সরকার মণ্ডল, কৃষিবিদ খন্দকার আব্দুল ওয়াহেদ, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে কৃষিবিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে জেলায় ১শ একর জমিতে নেরিকা ধানের আবাদ হয়েছে। বছরে ৩ মৌসুমে নেরিকা ধানের আবাদ করা সম্ভব। এই ধান চাষে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ সম্ভব। এ জেলায় এবার নেরিকার ফলও ভাল হয়েছে। প্রতি বিঘায় ১৫ মণ ধান ফলেছে।
নিউজবাংলা/একে