নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

ঢাকা: একটা দল এই মুহূর্তে বিশ্বের সেরা। র্যাংকিংয়ে এক নম্বরে। আরেকটা দল তলানিতে। নয় নম্বরে।

এমন অসম লড়াইয়ের টেস্ট সিরিজ ঘিরে উত্তাপ পয়েন্ট টেবিলে। জয়-পরাজয়ে ওঠানামা করবে পয়েন্টের থার্মোমিটার। আর সেদিকেই চোখ ‘নতুন বাংলাদেশে’র।

আগামীকাল শুরু হতে যাওয়া সাদা পোশাকের এই খেলা নিয়ে দর্শক সারিতে ফিসফাস তেমন একটা নেই। তবে টাইগারদের ড্রেসিংরুমে ‘প্রমাণ করতে হবে’ এমন একটা আবহাওয়া কিন্তু আছে। ওয়ানডেতে যে বাংলাদেশ, টেস্টে সেই বাংলাদেশকে দেখতে সাধারণ দর্শক বসে না থাকলেও ক্রিকেটের মারপ্যাঁচ বোঝা ব্যক্তি কিন্তু ঠিকই মুখিয়ে আছেন।

বাংলাদেশ চাইবে টেস্ট র্যাংকিংয়ের আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং/পয়েন্টের ব্যবধান কমাতে। ওয়ানডেতে বাংলাদেশের নিচে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট টেস্টে ৪০ বেশি। বাংলাদেশের পয়েন্ট ৪১, ক্যারিবিয়ানদের ৮১!

দক্ষিণ আফ্রিকা ১৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট আমলাদের থেকে ১৯ কম, ১১১। চলতি অ্যাশেজ জিততে পারলে দক্ষিণ আফ্রিকাকে টেক্কা দিবে তারা। তাই আফ্রিকাও সতর্ক। বাংলাদেশের বিপক্ষে জিতে শীর্ষস্থান রক্ষা করার চেষ্টা চালাবে দলটি।

যদি বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জেতে, তবে ১১ রেটিং পয়েন্ট হারিয়ে আফ্রিকা আসবে ১১৯ এ। অন্যদিকে বাংলাদেশ আসবে ৫৩তে। আর ১-০তে হারলে আমলারা যাবে ১২১ এ। একই ভাবে বাংলাদেশ যাবে ৫১তে। আফ্রিকা যদি ২-০তে যেতে, তবে বাংলাদেশ ১ পয়েন্ট হারিয়ে নেমে যাবে ৪০ এ। সেক্ষেত্রে সফরকারীদের পয়েন্ট হবে ১৩২। আর যদি অতিথিরা ১-০ তে সিরিজ জয়লাভ করেন, তবে বাংলাদেশের পয়েন্ট হবে ৪২, তাদের হবে ১৩০।

যদি সিরিজ ১-১ এ ড্র হয়, তবে বাংলাদেশের পয়েন্ট হবে ৪৭। তখন ক্ষতি হবে আফ্রিকার। তারা পাঁচ পয়েন্ট হারিয়ে ১২৫ এ নেমে যাবে।

‘পড়ে পাওয়া লাভে’র কথা হল সিরিজে যাই হোক না কেন, বাংলাদেশ র্যাংকিংয়ে দশ নম্বরে নামবে না। কারণটা কী?

দশে থাকা দলটার নাম যে জিম্বাবুয়ে, যাদের পয়েন্টের থলিতে মাত্র ৫টি ‘কয়েন’!

নিউজবাংলা/একে