নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

ঢাকা: নরেন্দ্র মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করলেন মুম্বইয়ের মেয়র তথা শিবসেনা নেত্রী স্নেহাল আম্বেকর। তাঁর মতে, কিছুক্ষেত্রে মোদির শাসন হিটলারের শাসনের মতোই।

আফটারনুন ডেসপ্যাচ অ্যান্ড কুরিয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সি মুম্বইয়ের মেয়র বলেছেন, ‘আমি নরেন্দ্র মোদিকে শ্রদ্ধা করি, তাঁর আত্মনির্ভরশীল কাজের পদ্ধতির জন্য। কিন্তু, কিছুক্ষেত্রে তাঁর শাসন হিটলারের শাসনের মতো বলে আমার মনে হয়…এটা তখনই হয়, যখন একজন মানুষের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়।’

মহারাষ্ট্র ও কেন্দ্রে বিজেপি-র শরিক শিবসেনা। সেই দলেরই নেত্রীর নমোকে নিয়ে এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে তাঁর দলের। মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করার পাশাপাশি, মেয়র হিসেবে তাঁর মুখ্যমন্ত্রীর মতোই ক্ষমতা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আম্বেকর।

তাঁর যুক্তি, ‘মেয়র সবসময় একটা জরুরি অবস্থার মধ্যে থাকেন। জনতার প্রতিনিধি হয়ে আমাদের অনেক ভিভিআই-কে স্বাগত জানাতেও যেতে হয়। যদি একজন মুখ্যমন্ত্রীর লাল বাতি দেওয়া গাড়ি থাকে, তবে শহরের নিরিখে মেয়রের পদমর্যাদাও তাঁর সমানই হওয়া উচিত।’

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে মুম্বইয়ের সপ্তম মহিলা মেয়র তথা প্রথম দলিত মেয়র হিসেবে ক্ষমতায় আসেন প্রাক্তন এলআইসি অফিসার স্নেহাল আম্বেকর।

নিউজবাংলা/একে