নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনবায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও দুটি শিশু নিখোঁজ আছে বলে জানা গেছে।

আগুনে একটি মেসবাড়ি, একটি ভবনে থাকা কয়েকটি দোকান এবং ঝিলের ওপর বাঁশ পুঁতে গড়ে তোলা শতাধিক টংঘর পুড়ে গেছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফায়ার ব্রিগেড কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক মোহাম্মদ আলী জানান, সোমবার বেলা ১২টা ৫৫ মিনিটে ব্যাংক এশিয়া ও সিডিসিএল সিএনজি স্টেশনের পাশের গলিতে ওই টিনশেড বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর বেলা সোয়া ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের শিখা অনেক উঁচু পর্যন্ত উঠে যাওয়ায় চারপাশের আবাসিক ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রগতি সরনির এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে পাশের ভেনাস কমপ্লেক্স নামের একটি বহুতল ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে আনা হয়। আশেপাশের এলাকা থেকে বহু মানুষ জড়ো হওয়ায় তাদের সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

ক্ষতিগ্রাস্ত ঘর ও দোকানগুলোর মালিক স্থানীয় ২১ নম্বর ওয়ার্ড কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি।

নিউজবাংলা/একে