নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

ঢাকা: ওডিআই সিরিজ জয়ের পর আগামীকাল মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট যুদ্ধে নামবে বাংলার টাইগাররা। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে এখনও পর্যন্ত কোনও জয় নেই মুশফিকদের। এমনকি আটটি ম্যাচের কোনও ম্যাচ ড্রও করতে পারেনি বাংলাদেশ। তবে, ইতিহাস যাই বলুক না কেন, কাল চট্টগ্রামে সকাল সাড়ে নয়টায় সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশ দলের নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন না। এই দায়িত্ব পালন করবেন লিটন দাস। বিষয়টি এমন হলে নাসির হোসেনের দলে থাকার কোনও সম্ভাবনা নেই। এক্ষেত্রে বাংলাদেশকে তৃতীয় স্পিনার অথবা দ্বিতীয় পেসার খুঁজতে হবে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা রিজা হেনড্রিকসকে দিয়ে ওপেনিং করাতে পারে। এই খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে অভিষেক হলেও টেস্ট ও ওডিআইতে এখনও অভিষেক হয়নি। আর স্টিয়ান ভ্যান জিল ও টেম্বা বাভুমার মধ্যে মিডল অর্ডারে জন্যে একজনকে পছন্দ করতে হবে। কিন্তু ওডিআই অভিষেকে রেকর্ড গড়া পেসার কাগিসো রাবাডার একাদশে থাকার সম্ভাবনা নেই। তবে অফস্পিনার হার্মার ও বাঁ-হাতি ফাঙ্গিসোর মধ্যে একজনকে দলে রাখা হতে পারে। তাহলে এক নজরে দেখে নেয়া যাক উভয় দলের স্কোয়াডে কারা থাকতে পারেন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন/মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): রিজা হেনড্রিকস, ডেন এলগার, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিল্যান্ডার, সাইমন হারমার/অ্যারোন ফাঙ্গিসো, ডেল স্টেইন, মরনি মরকেল।

নিউজবাংলা/একে