রাজন হত্যাকারীকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :
সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকারী কামরুলকে আইনি প্রক্রিয়া শেষে যথাসময়ে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
সোমবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা তাকে (কামরুল) যথাসময়ে নিয়ে আসবো। বিদেশে চলে গেলে কতগুলো ফরমালিটিস থাকে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত হয়েছে। তাদের মাধ্যমে আমাদের কাছে হ্যান্ডওভার হবে। আমরা অবশ্যই সুষ্ঠু বিচারের জন্য তাকে হাজির করিয়ে দেব বিচার কার্যক্রমে।’
আসাদুজ্জামান খান আরো বলেন, ‘কামরুলকে সৌদি আরবে পালিয়ে যেতে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের সহযোগিতার প্রমাণ মিললে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’
অপরাধমূলক কর্মকাণ্ডে দলের কোনো নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পেলে তাদেরকেও কোনো ছাড় দেওয়া হয়নি। অপরাধী যে দলেরই হোক না কেন- ছাড় দেওয়া হবে না বলেও এ সময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে সামিউলকে চুরির মিথ্যা অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
নিহত সামিউল আলম রাজনের বাড়ি সিলেট নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে। সামিউলের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন প্রাইভেটকার চালক। তার দুই ছেলের মধ্যে সামিউল বড়। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা সামিউল সবজি বিক্রি করত।
নিউজবাংলা/একে