নিউজবাংলা: ২৩জুলাই, বৃহ.বার :
অ্যাওয়ার্ড জয়ী মার্কিন লেখক ই এল ডক্টোরো গতকাল মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে।

অসাধারণ প্রতিভাবান এই লেখক ‘র্যাগটাইম’, ‘বিলি বাথগেট’ ও ‘দ্য মার্চ’ এর মতো ইতিহাস ভিত্তিক উপন্যাসের জন্য সুপরিচিত। নিরীক্ষা ও বর্ণনাধর্মী লেখার জন্যও তার সুখ্যাতি রয়েছে।
ডক্টোরোর ছেলে নিউইয়র্ক টাইমসকে জানান, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি(ডক্টোরো) মারা গেছেন। তার বাবা-মা ইহুদী ছিলেন। তারা আমেরিকায় অভিবাসী হয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৬০ এর দশকে নিহত ডক্টরোর প্রথম বই প্রকাশিত হয়। বইটির নাম ছিল ‘ওয়েলকাম টু হার্ডটাইমস’। এরপরে ১৯৬৬ সালে তার প্রকাশিত কল্পবিজ্ঞান ‘বিগ অ্যাজ লাইফ’ উপন্যাসটি তাকে খ্যাতি এনে দেয়। এ ছাড়াও ১৯৭১ সালে তার ‘বুক অব ড্যানিয়েল’ নামে একটি ইতিহাস সমৃদ্ধ বই প্রকাশিত হয়। তা ছাড়াও আমেরিকান প্রেসিেডন্ট বারাক ওবামা তার লেখা ‘র্যাগটাইম’কে নিজের প্রিয় উপন্যাস হিসেবে আখ্যায়িত করেন। এমনকি গত বছর তিনি লাইব্রেরী অব কংগ্রেস পুরস্কার পান।

নিউজবাংলা/একে