ডিসেম্বরে ২৪৫ পৌরসভায় নির্বাচন
নিউজবাংলা: ২৩জুলাই, বৃহ.বার :
ঢাকা: ডিসেম্বরে ২৪৫ পৌরসভায় নির্বাচন । এর ফলে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে ব্যালটযুদ্ধ শুরুর পথ উন্মুক্ত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, ৩১৭টি পৌরসভার মধ্যে ২৪৫ টির নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। বাকীগুলিতে পরে বিভিন্ন সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নভেম্বরের শেষ নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে কর্মকর্তারা জানান।
এর আগে ২০১১ সালের জানুয়ারি মাসে অনেকগুলো পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের চেয়ে বিএনপির প্রার্থীরা বেশি সংখ্যক মেয়র পদে বিজয়ী হয়েছিলেন। সে সময় ২৩৬টি পৌরসভা নির্বাচনে ৯২টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৮৮টি পদে বিজয়ী হন।
নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের তারিখ ঠিক করা না হলেও আমরা এরইমধ্যে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি।
নিয়ম অনুয়ায়ী পৌরসভার মেয়াদ শেষ হবার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন নির্বাচন করতে হয়। সচিব সিরাজুল ইসলাম বলেন, আমাদের হিসাব অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ২৪০ থেকে ২৪৫টি পৌরসভার মেয়াদ পূর্ণ হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব শাজাহান খান জানান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য কমিশন সরকারের কাছে ৭০০ কোটি টাকা চেয়েছে।
নিউজবাংলা/একে