নিউজবাংলা: ২৩জুলাই, বৃহ.বার :
ঢাকা: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাসাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আট যাত্রী নিহত হয়েছেন।

এ সময় অন্তত আরো ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঐখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ধনবাড়ি থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই ছয় যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরো ২৫ যাত্রী আহত হন।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ওসি আরো জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনা কবলিত বাসকে ক্রেন দিয়ে টেনে তুলেছে। এ সময় বাসটির ভিতরে আটকে পড়া অপর দুই যাত্রীর মরদেহ বের করা হয়। বিকেল সাড়ে ৪টায় শেষ হয় এ উদ্ধার তৎপরতা।

নিউজবাংলা/একে