নিউজবাংলা: ২৫জুলাই, শনিবার :

বিশেষ প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার দুপুরের পর থেকে শুরু হওয়া যানজট শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত অব্যাহত রয়েছে। ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি থাকায় মহাসড়কের চন্দ্রা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট রয়েছে। আর গুড়ি গুড়ি বৃষ্টিতে বাসের ছাঁদের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে মানুষের চাপ হঠাৎ করেই বেড়ে গেছে। এ কারণে বেড়েছে যানবাহনের চাপও। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বিকাল পাঁচটার দিকে দুল্লা মনসুর এলাকায় একটি গাছ রাস্তার ওপরে পড়ে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘণ্টা পর গাছটি সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু করে।

শনিবার সকাল থেকে মহাসড়ক ঘুরে দেখা গেছে যানজটের দৃশ্য। যানবাহনের চাপ বেশি থাকায় প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না থাকায় মানুষ বাসের ছাদে কিংবা ট্রাক-পিকআপযোগে কর্মস্থলে যাচ্ছেন। এছাড়া গুড়ি গুড়ি বৃষ্টির কারণে লোকজনকে আরও বেশি দুর্ভোগে পড়েছে।

অতিরিক্ত যানবাহনের চাপে ভাতকুড়া হয়ে বাসাইল-নলুয়া হাটুভাঙ্গা গুড়াই সড়ক দিয়ে ঢাকামুখী যানবাহনগুলো যেতে দেখা যায়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর নিউজবাংলাকে বলেন, মহাসড়কের যানবাহনের চাপ বেশি থাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

নিউজবাংলা/একে