ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাইরে শনিবার সকালে ৫.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূমিকম্পবিদরা একথা জানিয়েছেন।
ইসলামাবাদের বাসিন্দারা জানান, স্থানীয় সময় রাত ১টা ৫৯ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০৫৯) ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে ও যানবাহনগুলো দুলতে থাকে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) জানায়, ২৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস আরো জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইসলামাবাদ থেকে ১৫ কিলোমিটার (৯ মাইল) উত্তরপূর্বে।
তাক্ষণিক এই ভূমিকম্পে বড় ধরনের কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তানে ৭.৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি লোক প্রাণ হারায় ও প্রায় ৩৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে।
২০১৩ সালের সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত ৩৭০ জনের প্রাণহাণি ও এক লাখ লোক গৃহহীন হয়ে পড়ে।