ঢাকা: রাজধানীর মতিঝিলে প্রেমে ব্যর্থ হয়ে মিজানুর রহমান নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে মতিঝিলের এজিবি কলোনিতে নিজের বাসায় বিছানার চাদর গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
মিজানুর রহমান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বজ্রবালা গ্রামের রমজান আলীর ছেলে। তিনি এজিবি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
খবর পেয়ে সাড়ে ১০টার দিকে মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এজিবি কলোনির একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে মিজানুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিজানুরের বন্ধু মাহমুদুন্নবী জানান, এবার নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন মিজানুর। তিনি তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এক মেয়ের সঙ্গে প্রেম করতেন। শুক্রবার ওই মেয়ের বিয়ে হয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন মিজানুর।
মাহমুদুন্নবী আরও জানান, অনেক আগ থেকেই ওই মেয়ের বিয়ের কথা চলছিল। এ কারণে বিষণ্ন ছিলেন মিজানুর। তারপরও এবার ঈদুল ফিতর উদযাপনে গ্রামের বাড়ি যান মিজানুর। কিন্তু বাড়ি থেকে আসার পর শুক্রবার প্রেমিকার বিয়ে হয়ে গেলে তিনি আরও ভেঙে পড়েন। প্রেমের ব্যর্থতা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। ওই স্ট্যাটাসে তিনি জীবনের প্রতি মায়া চলে যাওয়ার কথা উল্লেখ করেন।
সর্বশেষ ওই স্ট্যাটাসটি দেওয়ার পরই মিজানুর আত্মহত্যা করলেন বলে জানান তার বন্ধু মাহমুদুন্নবী।