নিউজবাংলা: ২৫জুলাই, শনিবার :

ঢাকা: অনলাইনে পণ্য কেনাবেচার সাইট বিক্রয় ডটকমের মাধ্যমে মোবাইল ফোন বিক্রি করতে গিয়ে অপহৃত মোহাম্মদ মোহাইমিনুল (১৯) নামে এক তরুণকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

 

অপহৃত মোহাইমিনুলকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তোপখানা রোডের বৈশাখী আবাসিক হোটেল এ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এ সময় পাঁচ অপহরণকারী ও তাদের সহযোগী দুই বিকাশ এজেন্টকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— মো. শাহাদাৎ হোসেন, মো. শরীফ হোসেন, নিধন চন্দ্র দাস, মো. সেলিম, হোটেল বয় মোহাম্মদ আব্দুল কাদের, বিকাশ এজেন্ট মোহাম্মদ নাছির উদ্দিন ও তার কর্মচারী মোহাম্মদ বাপ্পি।

রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এ ঘটনায় ওই হোটেল কর্তৃপক্ষের কেউ জড়িত থাকতে পারে। কারণ ৩-৪ দিন ধরে হোটেলের একটি কক্ষে একজনকে বন্দি করে নির্যাতন করা হচ্ছে, আর কর্তৃপক্ষের কেউ জানে না তা তো হতে পারে না। ওই হোটেলের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। সাধারণত হোটেলে এ ধরনের অপরাধ কম হয়। কিন্তু এখন হোটেলগুলোতে নজরদারি বাড়ানো হবে।’

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘বৈশাখী হোটেলের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষে আটকে রেখে ভিকটিমকে নির্যাতন করে অপহরণকারীরা। ভিকটিমকে নির্যাতন করে চিৎকারের শব্দ তার বাবা-মাকে শোনানো হতো। অপহরণকারীরা মোহাইমিনুলের বাবা ফখরুল ইসলামের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ফখরুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন।

মামলার পর প্রথমে হোটেল বয় আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যানুযায়ী গ্রেফতার করা হয় শাহাদাৎ ও শরীফকে। নিধন চন্দ্র সার্বক্ষণিক মোহাইমিনুলের ওপর নজর রাখতেন। মুক্তিপণের ১০ লাখ টাকা দেওয়া না হলে ভিকটিমকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন অপহরণকারীরা।

মনিরুল ইসলাম বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিল। তারা এ পর্যন্ত ৫/৬ জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। মুক্তিপণের টাকা তারা বৈশাখী হোটেলের পাশের ১৭/২ নম্বর ভবনের নীচতলায় নাছির টেলিকমের বিকাশের দোকান থেকে নিতেন। এ দোকানের মালিক নাছির ও কর্মচারী বাপ্পি এ কাজে অপহরণকারী চক্রকে সাহায্য করতেন।

তিনি আরও জানান, অপহরণকারী চক্রের আরও দুজন সদস্য পলাতক রয়েছে। এদের মধ্যে রয়েছেন একজন নারী ও একজন পুরুষ।

বিক্রয় ডটকমে মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল মোহাইমিনুল। সেটি বিক্রি করতে গিয়ে আদাবর শেখেরটেক এলাকার ইসলামী ব্যাংকের সামনে থেকে বুধবার অপহৃত হন তিনি।

 

নিউজবাংলা/একে