চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী জাফর নিহত হয়েছে। এসময় অস্ত্রসহ বিপুল মাদকদব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে সংস্থাটি।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে পতেঙ্গা সি বিচ রোডের চেকপোস্টের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।এ ঘটনায় র্যাবের এক সদস্যও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। জাফর গত ১৩ মে পাঁচ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাবের দায়ের করা মামলার প্রধান আসামি।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, রাতে দুটি মোটর সাইকেলকে চেকপোস্টে থামার সংকেত দেয়া হয়। কিন্তু তারা না থেমে র্যাব সদস্যদের দিকে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাবও পাল্টা গুলি করে। এতে মোটর সাইকেলের পেছনে বসা একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় র্যাব। জাফরের দেহ তল্লাশি করে দুটি পিস্তল ও ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় সাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে গত ১৩ মে পাঁচ লাখ ইয়াবাসহ সাতজনকে আটক করে র্যাব। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই ট্রলার ও ইয়াবা জাফরের।