রূপচর্চার জন্য ঘণ্টায় খরচ ৪০ হাজার টাকা
নিউজবাংলা: ২৬জুলাই, রোববার :
ঢাকা: বকের সৌন্দর্য্য বাড়াতে চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীরা যে নিয়মিত রূপচর্চা করেন তাতে কারো কোনো সন্দেহ নেই। মিডিয়ায় নিজের অবস্থান ধরে রাখতে প্রতিনিয়ত রূপচর্চা করতে হয় তাদের। আর বলিউডের নায়িকারা যেন এক্ষেত্রে একধাপ এগিয়ে।
ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে এবার বলিউডের নায়িকারা নিচ্ছেন এক নতুন থেরাপি। নায়িকাদের পাশাপাশি এ তালিকায় আছেন নায়করাও। এক ঘণ্টার সে থেরাপি নিতে তাদের ব্যয় হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার। খবর বলিউডলাইফ ডটকম।
বলিউডলাইফ ডটকমের খবরে বলা হয়েছে, ব্যয়বহুল এ থেরাপির মূল উৎস বিশুদ্ধ অক্সিজেন। এই থেরাপির নাম হাইপারবারিক অক্সিজেন থেরাপি (এইচবিওটি)। এই থেরাপি নিতে মুম্বাইয়ের একটি ক্লিনিকে নিয়মিত যাচ্ছেন বেশকিছু বলিউড তারকা। আর এ তালিকায় সবার শীর্ষে আছেন ক্যাটরিনা কাইফ।
নিউজবাংলা/একে