নিউজবাংলা: ২৭জুলাই, সোমবার :

ঢাকা: নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী দগ্ধ শিক্ষিকা শারমিন হোসেন লাবনী (৩৮) সাত দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

গত ২০ জুলাই রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের শরীরে কেরোসিন দিয়ে আগুন দেন লাবনী। তার স্বামী আগুন নেভাতে গেলে তার দুই হাত দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সাত দিন চিকিৎসাধীন থাকার পর রোববার মধ্যরাতে মারা যান তিনি।

প্রসঙ্গত, লাবনী দক্ষিণ খান কেসি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামীর নাম সালাউদ্দিন চৌধুরী মনজু। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। উত্তর খানের একটি ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি।

লাবনীর বাবা আবুল হোসেনের অভিযোগ, প্রায়ই স্বামী মনজুর ও শাশুড়ির সঙ্গে লাবনীর ঝগড়া হতো। ঘটনার দিন লাবনী নিজেই তার শরীরে আগুন দিয়েছে নাকি স্বামী তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারছি না।

নিউজবাংলা/একে