গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলছাত্রী মামাবাড়ি থেকে ফেরার পথে ধর্ষণ ও হত্যার শিকার হয়।
মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলার সর্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত মুকসুদপুর উপজেলার দিগনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়রা জানান, ওই ছাত্রী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গঙ্গাধরদি গ্রামের মামাবাড়ি থেকে সোমবার সকালে গ্রামের বাড়ি সর্দি গ্রামে আসছিল। দুপুরে সে বাড়িতে না আসায় বাবা-মা খুঁজতে বের হন। পরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সর্দি গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় তার নগ্ন লাশ পান তারা। পরে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য ফতেপট্টি গ্রামের চারজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম জানাননি তিনি।