আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
মোঃ রুহুল আমীন, আত্রাই (নওগাঁ)
সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৭দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মৎস্য অফিসার শাহিনুর রহমান, উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মৎস্য চাষী অজিত, সন্তোষ প্রমূখ।#
নিউজবাংলা/একে