নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
নীলফামারী: জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই ২টি ল্যাপটপ, ১টি মাউস, ১টি কীবোর্ড, ১টি চার্জার ও ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।

সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নীলফামারীর সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) ফিরোজ কবির।

আটককৃতরা হলেন, নীলফামারীর জলঢাকার মাথাভাঙ্গা এলাকার আজাহারুল ইসলাম রাজার দুই ছেলে জলঢাকা পৌর ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সাহেদ(২৫) ও তার বড় ভাই জাসদ ছাত্রলীগের জলঢাকা উপজেলার সভাপতি সাজ্জাদ হোসেন সোহাগ(২৭) জেলার সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম(২৭), নীলফামারী শহরের প্রগতি পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে মাসুদ রানা(২৭), সদরের সংগলশী ইউনিয়নের বড় সংগলশী কাচাঁরী বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে আতিকুল ইসলাম(২৮) ও একই এলাকার আফসার উদ্দিনের ছেলে ফজলুল হক(৪৫) ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোশরেফুল হাবিব(২৬)।

পুলিশ জানায়, নীলফামারী সদর, জলঢাকা, সৈয়দপুর এবং রংপুর শহরে অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।

নীলফামারীর সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অভিযানে তাদের কাছ থেকে চোরাই দুটি ল্যাপটপ, ১টি মাউস, ১টি কীবোর্ড, ১টি চার্জার ও ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।

নিউজবাংলা/একে