নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
ঢাকা: মহানগরে এই প্রথম মেয়েদের জন্য দুটি আবাসিক স্কুল তৈরি করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷

পুরসভা সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বালিগঞ্জের মদনমোহন মালব্য সরণির স্কুল এবং উত্তর কলকাতার কাশীশ্বরী চ্যাটার্জি লেনের স্কুল দুটিকে আবাসিক বালিকা বিদ্যালয় হিসাবে গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে ৷ দুটি স্কুলেই ১০০ জন ছাত্রীর থাকাখাওয়ার ব্যবস্হা করা হবে বলে জানা গিয়েছে৷ ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণও পাবে৷
মেয়র পারিষদ সদস্য (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৪/১, কাশীশ্বরী চ্যাটার্জি লেন, এই ঠিকানায় একটি ভাড়াবাড়িতে পুরসভার স্কুলটি চলছে৷ পুরসভা সেই বাড়ি এবং সংলগ্ন জমি কিনে নিয়ে ওখানে আবাসিক স্কুল তৈরি করবে৷ সেখানে একদিকে হবে মেয়েদের থাকার জায়গা, অন্য দিকে থাকবে স্কুল৷ ইতিমধ্যেই বাড়ির মালিককে কাছ থেকে সেই প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎবাবু৷
অন্যদিকে, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডে ১৪, মদনমোহন মালব্য সরণি, এই ঠিকানায় আরও একটি আবাসিক স্কুল করার পরিকল্পনা নিয়েছে পুর কর্তৃপক্ষ৷ এই জমিটি পুরসভার নিজস্ব জমি৷ এই জমিতে আবাসিক স্কুল করার পরিকল্পনা যদিও এই তৃণমূল কংগ্রস পরিচালিত বিগত পুরবোর্ডই নিয়েছিল৷
ফের পুরসভায় জিতে আসার পর নতুন পুর বোর্ড এই দুটি আবাসিক স্কুলের কাজ তড়িঘড়ি শেষ করতে চাইছে৷ টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ মেয়র পারিষদ সদস্য (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায় আশা করছেন, পুজোর পর এই দুটি প্রকল্পের কাজ শুরু করা যাবে৷
বর্তমানে কলকাতা পুরসভার ২৭১টি স্কুলে ২৩ হাজার পড়ুয়া৷ আবাসিক স্কুল হলে আরও পড়ুয়া বাড়বে বলে মনে করছে পুরসভা৷ মেয়র পারিষদ সদস্য (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, অনেক দুঃস্থ পরিবারে একটু বেশি বয়সী কন্যাসন্তানদের কাছে বাকি ভাই-বোনকে রেখে বাবা-মায়েরা কাজ করতে বাইরে যান৷ ফলে তাদের আর পড়াশোনা হয় না৷ মূলত তাদের জন্যই পুরসভার এই উদ্যোগ৷ অভিজিৎবাবুর মতে, এই ধরনের আবাসিক স্কুল গড়ে উঠলে, কর্পোরেশন স্কুল সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বদলে যাবে৷

নিউজবাংলা/একে