দ্রুত গলা ব্যথা দূর করবেন যেভাবে

নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
ঢাকা: নানা করাণেই আমাদের গলা ব্যথা হতে পারে। দ্রুত গলা ব্যথা কমিয়ে ফেলা বেশ কঠিন একটি কাজ। যতই যা-ই করুন না কেন, সারতে সময় নেবে। তবে হ্যাঁ, উপায় আছে। দ্রুত গলা ব্যথা সারিয়ে তুলতে নিচের পদ্ধতিটি বেছে নিতে পারেন-

 

ফুটন্ত গরম পানি ১ কাপ, ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয়) মিশিয়ে নিন। এরপর এই পানি মুখে নিয়ে রাখুন কিছুক্ষণ, অর্থাৎ আপনার গলা পানি স্পর্শ পাবে। পানিটা মুখের ভেতরে কিছুক্ষণ রাখার পর গারগল করুন। এভাবে পর পর ২/৩ বার বা ১ কাপ পানি শেষ হয়ে যাওয়া পর্যন্ত গারগল করুন। দিনে ৩ বার করে। গলাব্যথা দ্রুত বিদায় নেবে।

নিউজবাংলা/একে