নিউজবাংলা: ২৯জুলাই : বুধবার:

ঢাকা: বিশ্বকাপ ফাইনাল জেতাতে পারেননি। কোপা আমেরিকার ফাইনালে উঠেও হারতে হয়েছিল। মেসির দেশ মনে করে, যার সিংহভাগ দায় মেসির।

বিদ্রূপ, কটূক্তি— মহাতারকার ভাগ্যে কম জোটেনি। নিশ্চয়ই মনে লেগেছিল অসম্ভব। নইলে এত বড় একটা সিদ্ধান্ত এলএম টেন নিলেন কীভাবে?

আগামী কয়েকটা ম্যাচ দেশের হয়ে খেলবেন না লিওনেল মেসি। ৮ সেপ্টেম্বর ডালাসে মেক্সিকোর বিরুদ্ধে ফ্রেন্ডলি আছে আর্জেন্টিনার। মেসি জানিয়ে দিয়েছেন, সেই ম্যাচে তিনি নেই। দেশের জার্সিতে এখন কিছু দিন নামবেন না তিনি।

কোপা আমেরিকার ছয়টা ম্যাচে মাত্র একটা গোল করেছিলেন মহানায়ক। কিন্তু টিম যে ফাইনালে উঠেছিল, সেটা তাঁরই দক্ষতায়। কিন্তু ফাইনাল হারের পর পরিস্থিতি সম্পূর্ণ পালটে যায়। ফাইনাল পর্যন্ত যে মেসিকে নিয়ে তুমুল নাচানাচি করেছে আর্জেন্টিনা, ফাইনালের পর তারাই নিজেদের মহানায়কের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে রাগে। অভিমানে। দুঃখে। ম্যারাডোনার মতো প্রবাদপ্রতিম পর্যন্ত বলে দিয়েছিলেন যে, দেশের হয়ে খেলার সময় বলটাও ঠিক করে ধরতে পারেন না মেসি!

আনুষ্ঠানিকভাবে মেসি কোথাও বলেননি কেন দেশের জার্সিতে কিছু দিন নামবেন না। কিন্তু ধরেই নেওয়া হচ্ছে রাগে, অভিমানে।

নিউজবাংলা/একে