রাজশাহী মহিলা টিটিসির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু‘র জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ বাংলা২১: মঙ্গলবার, ১৭ মার্চ:

প্রেস রিলিজ: রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (রাজশাহী মহিলা টিটিসি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৫ যথাযগ্য মর্যাদার সাথে উদযাপিত হয়। ব্যাপক উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে কেন্দ্রের সকল প্রশিক্ষক, ছাত্রী ও শিশুদের সমন্বয়ে অধ্যক্ষ জনাব মোঃ নাজমুল হক কেক কাটার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশুদিবস পালনের শুভ সূচনা করেন। তারপর বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা পর্ব শুরু হয়। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনায় অংশ নেন কেন্দ্রের প্রশিক্ষক ও ছাত্রীগন। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের আলোচনা অনুষ্ঠানে সভাপতি রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব মোঃ নাজমুল হক বলেন, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের প্রতিটি অংশ রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্থরে ছড়িয়ে দেয়ার আহবান জানান। বঙ্গবন্ধুর জন্মের মধ্যদিয়ে আমরা পেয়েছি লালসবুজের পতাকা, বাংলাদেশ নামের একটি দেশ এবং পেয়েছি একটি জাতিসত্ত্বা। বঙ্গবন্ধু যে ভালোবাসা দিয়ে দেশ গড়ার উদাত্ব আহবান জানিয়েছিলেন, তার ফলশ্রুতিতে আমরা যে সোনার বাংলা পেয়েছি তাকে ধরে রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধু দেশেকে যে ভাবে ভালোবেসেছেন সে ভাবে দেশকে ভালোবাসতে হবে।

পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্্ফিলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজ বাংলা২১/একে

(Visited 3 times, 1 visits today)
Top