নিউজবাংলা: ১৯ জানুয়ারি, মঙ্গলবার:
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর আত্রাই উপজেলার কৃষকেরা ক্রমেই গম চাষে আগ্রহ হারাচ্ছে। উৎপাদন খরচ বেশি, দিনমজুর সংকট, ভালো বীজ সংগ্রহ করা ও বাজার মূল্য সঠিক ভাবে না পাওয়ায় প্রতি বছর গম চাষে আগ্রহ হারাচ্ছে বলে জানিয়েছে উপজেলার কৃষকেরা।
আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে ৪৭৫ হেক্টার জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের সাথে কথা বলে জানা যায়, বোরো ধানের আবাদে আগ্রহ বেশি থাকায় গম চাষে তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। চৈত্র মাসে গম কর্তনের সময় কামলা বা দিনমজুর পাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে। ফলে অতিরিক্ত মূল্য দিয়ে গম কর্তন করতে হয়। গম চাষে খরচ বেশি হলেও বাজার মূল্য কম।
উপজেলার বড় ডাঙ্গা গ্রামের অয়েত আলী জানান, আমি গত বছর ১শ ৫০ শতক জমিতে গম চাষ করেছিলাম। ফলন হয়েছিল ৩২ মণ। প্রতি বিঘায় গম চাষ করতে খরচ হয়েছিল ৮ থেকে ৯ হাজার টাকা। বিক্রি করতে হয়েছিল ৯ শত টাকা মণ। তিনি আরো বলেন, চৈত্র মাসে গম কর্তনের সময় কামলা বা দিনমজুর পাওয়া কষ্টকর হয়ে পড়ে। ফলে অতিরিক্ত মূল্য দিয়ে গম কর্তন করতে হয়। এ জন্য এ বছর গম চাষ না করে সরিষা ও ভুট্টা চাষ করেছি। আশা করছি ফলনও ভালো হবে।
এবিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম এ আজিজ বলেন, ভালো বীজ সংগ্রহসহ গম চাষে আমরা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হয়েছে। ভালো বীজ বপণ করে বেশি পরিমান গম উৎপাদন করতে সক্ষম হয়েছে। কৃষকদের গম চাষে উৎসাহী করা হচ্ছে। ভুট্টা ও সরিষার আবাদ ভালো হওয়ায় কৃষকেরা গম চাষে আগ্রহ হারাচ্ছেন বলে তারা মনে করছেন।
নিউজবাংলা/একে
Comments
comments