নিউজবাংলা: ১৯ জানুয়ারি, মঙ্গলবার:
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে মাদরাসা ছাত্র সালমান আহমদ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা সদরের নতুন বাজার এলাকার বাসিন্ধা রুবেল আহমদ (২৫), রাহাত মিয়া (২০)। সোমবার সন্ধ্যায় তাদের নিজনিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবদুল হাই।
তিনি সিলেট সুরমাকে বলেন, গত সোমবার সন্ধ্যায় ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মাদরাসা ছাত্র সালমান আহমদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদকালে তাদের কাছ থেকে গূরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে, শিগগিরই তা উদঘাটিত হবে।
এদিকে,গ্রেফতারকৃত দুই যুবকের পরিবারের দাবি তারা নির্দোষ। ষড়যন্ত্রমূলকভাবে তাদের হত্যা মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
প্রসঙ্গত, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের বাকপ্রতিবন্দি ছোটন মিয়া ও কুতুবি বেগম দম্পত্তির পুত্র সালমান আহমদ (১৭)। সে বিশ্বনাথ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা’র ফজিলত ১ম বর্ষের ছাত্র। দীর্ঘদিন ধরে সে মাদরাসার বোডিং-এ থেকে লেখাপড়া করে আসছিল। গত ২৯ ডিসেম্বর রাতে খুন করা হয় তাকে। ৩০ ডিসেম্বর সকালে উপজেলার নতুন বাজার এলাকার একটি বাসার মধ্যবর্তী সড়কে সালমান আহমদের লাশ পাওয়া যায়। এর পরদিন ৩১ ডিসেম্বর সালমানের মা কুতুবি বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
নিউজবাংলা/একে
Comments
comments