চার প্রেমিক যুগলকে বিয়ে দিল পুলিশ
নিউজবাংলা: ০৮ আগস্ট, শনিবার:
চট্টগ্রাম: চট্টগ্রামে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ তরুণ-তরুণীকে আটক করে পুলিশ। এরমধ্যে চার তরুণ-তরুণী দাবি করেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। পরে তাদের অভিভাবকদের ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মুক্তি দেওয়া হয়।
শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানায় এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে নগরীর চান্দগাঁও থানার ওসি মো. সাইরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল আল নাদিয়া ও আল সাকেরায় অভিযান চালাই। ওই অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে চার যুগল দাবি করে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা পরস্পরকে বিয়ে করতে চায়। তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের অভিভাবক ও আত্মীয়স্বজনকে থানায় আসার অনুরোধ জানাই। এরপর ওই চার যুগল অভিভাবকদের সম্মতি ও উপস্থিতিতে স্থানীয় নিকাহ্ রেজিস্টার দ্বারা আর্থিক সামর্থ্য অনুযায়ী দেনমোহর ধার্য করে থানা কম্পাউন্ডেই ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিয়ের পর ওই চার যুগলকে মুক্তি দেয়া হয়। বাকিদেরকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠায়।
নিউজবাংলা/একে