নিউজবাংলা: ০৮ আগস্ট, শনিবার:
বাসাইল ( টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইল ৮ (বাসাইল-সখিপুর)’র এমপি অনুপম শাহজাহান জয় বলেন আপনাদের ভালবাসা ও সহযোগীতায় আমার বাবা মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের রেখে যাওয়া কাজ সমাপ্ত করতে চাই। ইতিপূর্বে বাসাইলের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ চলছে। ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন ।

বাসাইলউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী সহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান , উপজেলা

নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইসচেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বিআরডিবি’র চেয়ারম্যান নুরনবী আবু হায়াত খান নবু, সখিপুর বিআরডিবি’র চেয়ারম্যান সুলতান শরীফ পান্না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পদক সাত্তার জমাদার, সকল ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ। শনিবার সকাল ১১ টায় র্য্যালী ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এ বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয় । অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থাপনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফারুক।

নিউজবাংলা/একে