নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:

ঢাকা: রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাফরুল থানা সৈনিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে বলে জানা গেছে।

 

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রুবেল হোসেনের ভাই রুম্মান ঢামেক হাসপাতালে জানান, সোববার রাত পৌনে ১০টার দিকে ৭০/১ পূর্ব কাজীপাড়া ব্যাংক কলোনী তাদের বাড়ির সামনে ৬/৭ জন দুর্বৃত্ত তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান। রাজনৈতিক দ্বন্ধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় এক সূত্র জানায়, স্থানীয় কৃষকলীগের নেতা কামাল হোসেন, সাইফুল ইসলামের নেতৃত্বে ৬ থেকে ৭ জন দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পনা মোতাবেক রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে কাফরুল থানায় যোগাযোগা করা হলে থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে বলে শুনেছি। কিন্তু তাদেরকে এখনো থানায় আনা হয়নি বলে জানা তিনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজবাংলা/একে