ট্রেনের ইঞ্জিনে লুঙ্গি জড়িয়ে একজনের মৃত্যু
            
            
              নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:
              ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
              ঈশ্বরদীর লোকোসেড এলাকায় মেরামতের জন্য নিয়ে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনে লুঙ্গি জড়িয়ে আসিকুল ইসলাম কল্লোল(৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
              
              সে শহরের ফতেমোহাম্মদপুর এলাকার একরামুল হকের ছেলে । সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
              প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ কল্লোল অনেকদিন পর বাড়ি থেকে বের হয়ে ট্রেন লাইন দিয়ে হাটা চলা করার এক পর্যায়ে লোকোসেডে আসা একটি ইঞ্জিনে চড়ে বাড়ির দিকে এগিয়ে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের লোহায় জড়িয়ে নিচে পড়ে গেলে তার শরীর দ্বিখন্ডিত হয়ে পড়ে।
              ব্যাক্তি জীবনে সে বিবাহিত এবং এক সন্তানের জনক। লাশটি ময়না তদন্তের জন্য ঈশ্বরদী জিআরপি থানা মর্গে প্রেরন করছে এবং একটি ইউডি মামলা দায়ের করেছে।
              
               
              নিউজবাংলা/একে