নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের ৬৯টি পদ দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে।

এর মধ্যে সহকারি শিক্ষা অফিসারের পদ ৫টি, প্রধান শিক্ষকের পদ ২৮টি, সহকারি শিক্ষকের পদ ৩৫টি এবং হিসাব সহকারির পদ ১টি। এর ফলে পাঠদান কার্যক্রমসহ একাডেমিক কার্যক্রম মারাত্মক ভাবে ভেঙ্গে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১০টি নবঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৫০টি প্রতিষ্টান রয়েছে। প্রতিষ্টান সমূহ তত্ত্বাবধান করার জন্য ১১টি সহকারি শিক্ষা অফিসারের পদ রয়েছে। অথচ তার মধ্যে বর্তমানে মাত্র ৬ জন সহকারি শিক্ষা অফিসার কর্মরত রয়েছেন। যাদের পক্ষে বিদ্যালয় সমূহ বিধি মোতাবেক তত্ত্বাবধান করা সম্ভব হচ্ছে না। এছাড়া ২৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কার্যক্রমসহ পাঠদান মারাত্মক ভাবে ভেঙ্গে পড়েছে। তাছাড়া ৩৫ টি সহকারি শিক্ষকের পদ শুন্য থাকায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার   জানান, নিয়োগ এবং পদন্নোতির মাধ্যমে প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকের পদ পূরণ হবে। এখানে আমার করার কিছু নাই। তবে সহকারি চাহিদার তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

নিউজবাংলা/একে