পিলখানার সব বিজিবির আবাসন ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:
ঢাকা: পিলখানার সকল বিজিবিদের জন্য আবাসন নিশ্চিত করতে পরিকল্পনা মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠকে একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ নির্দেশনা দেন ।
প্রধানমন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির যত কর্মকর্তা-কর্মচারী আছেন তারা যেন শতভাগ আবাসন সুবিধা পায় আপনারা সে ব্যাবস্থা করুন। বিজিবির অফিসার থেকে শুরু করে সব শ্রেণির কর্মচারীর জন্য পিলখানার ভেতরেই আবাসন ব্যবস্থা গড়ে তুলতে পারেন।
তিনি বলেন, আমাদের বিজিবির অনেক সদস্যই রয়েছেন যাদের সরকারি আবাসন নেই। পিলখানার আশেপাশে ভাড়া বাসায় থাকতে হয় তাদের। ভাড়ায় না থেকে নিজের বাসায় যেন তারা থাকতে পারেন; সে জন্য আপনারা প্রকল্প হাতে নিয়ে দ্রুত ব্যস্তব্যয়ন করুন।
পিলখানার ভেতরে ২টি ১৫ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৮ কোটি ৬৯ লাখ টাকা। জুন ২০১৭’তে এটি সম্পন্ন হবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব সফিকুল আজম, পরিংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম প্রমুখ।
নিউজবাংলা/একে