নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:

ঢাকা: একটি নতুন গবেষণায় জানা গেছে, ইন্টারনেটে বেশী সময় অতিবাহিত করার কারণে আমাদের ইমিউন সিস্টেম দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। যারা ইন্টারনেটের প্রতি বেশী আকৃষ্ট হচ্ছেন তারা বেশী অসুস্থ হয়ে উঠছেন।

শোয়ানসি এবং মিলানের গবেষকেরা ১৮ থেকে ১০১ বছর বয়সী ৫০০ জন মানুষের উপর গবেষণা করে এই তথ্য পেয়েছেন। তারা দেখেছেন, যারা বেশী ইন্টারনেটে আসক্ত তারা ৩০ শতাংশ বেশী ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়।

তারা আরও জানতে পায়, যারা ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেন তারা বেশী স্ট্রেসে ভোগে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, যারা ইন্টারনেটের প্রতি অনেক বেশী আসক্ত হচ্ছেন, তারা স্ট্রেসের কারণে বেশী অসুস্থ হচ্ছেন। স্ট্রেসের ফলে আমাদের শরীরের করটিসলে স্ট্রেস হরমোন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের ইমিউন সিস্টেমের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ছে।

এছাড়াও, ইন্টারনেটের ফলে আমরা ঘরে বসে অনেক বেশী সময় অতিবাহিত করছি। যারা ইন্টারনেটের সামনে দিনে ৭ ঘণ্টার বেশী সময় অতিবাহিত করছে, তারা বাহিরে আর কত সময়ই বা দিতে পারবে। বাহিরেও আমাদের কিছু সময় অতিবাহিত করা উচিৎ।

যারা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করেন তাদের স্বাস্থ্যের দিনদিন অবনতি লক্ষ্য করা যায় এবং তাদের মাঝে বিভিন্ন ধরণের শারীরিক সমস্যা দেখা যায়।–সূত্র: মেট্রো।

 

নিউজবাংলা/একে